Ajker Patrika

গাজীপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৫
গাজীপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধারের দুই দিন পর মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিহত রুবিনা আক্তারের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে এই মামলা করেন। 

মামলার বাদী সিরাজ মিয়া বলেন, ‘গত ৩ জানুয়ারি থেকে আমার মেয়ে রুবিনা আক্তারকে খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় আমার মেয়ের বাড়ির মূল ফটকের তালা ভেঙে মেয়ে ও নাতির মরদেহ দেখতে পাই।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আসামিদের শনাক্ত করা যায়নি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। 

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রাম থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত