Ajker Patrika

সোনারগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা অ্যাম্বুলেন্সের, রোগীর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৪, ১৪: ১১
সোনারগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা অ্যাম্বুলেন্সের, রোগীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে থাকা রোগী গোলাম মোস্তফার (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রির ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ দুজন আহত হন। কুমিল্লায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মোস্তফা। আজ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত