Ajker Patrika

প্রবাসীকে হত্যা, একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা

ফরিদপুর প্রতিনিধি
নিহতের মাকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
নিহতের মাকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।

জানা গেছে, পরিবারের হাল ধরতে দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন জামাল। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামে সাজেদা বেগম (২৮) নামের এক তরুণীকে বিয়ে করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোনো ভাই-বোন নেই। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর স্বামীর অণ্ডকোষে তাঁরা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করতে করতে লুটিয়ে পড়ছেন বৃদ্ধা মা শিরি বেগম। ছেলেকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পাগলপ্রায় তিনি। শিরি বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আর কেউ রইল না।’

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত