Ajker Patrika

শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী রেহেনা খানমকে হত্যার দায়ে স্বামী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চট্টগ্রাম মহানগরীর পাহারতলী এলাকা থেকে তাঁকে র‍্যাব-১ ও র‍্যাব-৭ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আজ রোববার র‍্যাব-১ এর সহকারী সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর পাহারতলী এলাকার অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া (৪১) নড়াইল জেলার কালিয়া থানার ধসহাটি গ্রামের সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার জনৈক মোস্তফা মার্কেটে মোল্লা ফার্মেসি পরিচালনা করতেন। 

ভুক্তভোগী রেহেনা খানম (২৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘিলিয়া গ্রামের ইদ্রিস আলীর কন্যা। 

র‍্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুন সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার মোল্লা ফার্মেসির ভেতরে গোলাম কিবরিয়া তার দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে মারধর করেন। এ ঘটনা রেহেনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ৭ জুন রাত ২টার দিকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ডিলিট করতে চাপ দেন গোলাম কিবরিয়া। এতে রেহেনা রাজি না হলে তাদের মধ্যে আবার ঝগড়া হয়।

একপর্যায়ে গোলাম কিবরিয়া ধারালো বটি দিয়ে স্ত্রীকে জবাই করে। এরপর মরদেহ ফার্মেসির ভেতর রেখে ঘাতক পালিয়ে যায় স্বামী গোলাম কিবরিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেন, গলাকেটে হত্যার ঘটনায় নিহত রেহেনা খানম এর ভাই মো. হারুন অর রশিদ ভূঁইয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার প্রধান আসামি নিহতের স্বামী গোলাম কিবরিয়া। র‍্যাব গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত