Ajker Patrika

আরও দুই ই-কমার্স প্রতিষ্ঠানের ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ২৮
আরও দুই ই-কমার্স প্রতিষ্ঠানের ৬ জন গ্রেপ্তার

সরকারি অনুমোদন ও লাইসেন্সবিহীন থলে ডট কম ও উই কম ডট কম নামক দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের হেড অব অপারেশন মো. নজরুল ইসলানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিইও সাকিবকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। 

প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কম মূল্যে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ফ্যান ইত্যাদি পণ্য বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন হেড অব অপারেশন মো. নজরুল ইসলাম, অ্যাকাউন্ট অফিসার মো. সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার মো. তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ অফিসার সাজ্জাদ হোসেন পিয়াস, কলসেন্টার এক্সিকিউটিভ অফিসার মুন্না পারভেজ ও সুপারভাইজার মো. মাসুম হাসান। 

সোমবার সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. ইমাম হোসেন এসব কথা জানান। 

মো. ইমাম হোসেন বলেন, প্রায় ৫০ শতাংশ ছাড়ে বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে ফেসবুক পেজ ও অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে প্রতিষ্ঠানগুলো। গ্রাহকেরা পণ্য না পেয়ে প্রতিষ্ঠানে গেলে তারা জানায়, ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করবে। কিন্তু ৫০ দিন পেরিয়ে গেলেও পণ্য সরবরাহ না করে আরও অপেক্ষা করতে বলা হয় গ্রাহকদের। 

ইমাম হোসেন আরও বলেন, অফিসে গিয়ে টাকা ফেরত চাইলে তাদের চেক প্রদান করে প্রতিষ্ঠানটি। সেই চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক গ্রাহকদের জানায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এভাবে কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল প্রতিষ্ঠানগুলো। 

ইমাম হোসেন বলেন, ‘অনলাইন একটি চমৎকার মাধ্যম। অনেক কোম্পানি আছে যারা অনলাইনেই আন্তর্জাতিকভাবে কাজ করছে। কিন্তু আমাদের দেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে ডিজিটাল মাধ্যমে কিছু সংস্থা প্রতারণা করে যাচ্ছে।’ 

ইমাম হোসেন আরও জানান, সিআইডি ৬০টি ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা করেছে। এর মধ্যে ৩০টি প্রতিনিয়ত নজরদারির মধ্যে রয়েছে। অনেকগুলো ঠিকঠাক কাজ করছে, আবার অনেকেই অভিযানের কথা শুনে পণ্য দেওয়া বা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত