উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।
এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে এসআই নাজমুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’
রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।
এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে এসআই নাজমুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
২ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে