Ajker Patrika

খিলগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে ১০টা পর্যন্ত ভোট দিলেন ৫২ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খিলগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে ১০টা পর্যন্ত ভোট দিলেন ৫২ জন 

সারা দেশের ন্যায় রাজধানীতে আজ রোববার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। খিলগাঁও মডেল হাইস্কুলের তিন নম্বর কেন্দ্রে মোট ভোটার ২৭৫৬ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রিসাইডিং কর্মকর্তা সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে ভোটার আসা শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ৫২ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৫৬ জন। 

নির্বাচন কমিশনের তথ্য বলছে, সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত