Ajker Patrika

সংস্কারের ধুয়া তুলে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ নেই: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ২২: ১৬
পলাশ বাসস্ট্যান্ডে শ্রমিক দলের সমাবেশে ড. আবদুল মঈন খান। ছবি: আজকের পত্রিকা
পলাশ বাসস্ট্যান্ডে শ্রমিক দলের সমাবেশে ড. আবদুল মঈন খান। ছবি: আজকের পত্রিকা

সংস্কারের ধুয়া দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে।

‘সংস্কারের ধুয়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।’

মে দিবস উপলক্ষে আজ শনিবার নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘সবকিছু সমানতালে চলবে, এখানে যারা বাধা দেবে, তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না।’

বিগত সরকারের সময়ে শিল্প খাতে দুর্নীতি, লুটপাট ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘পলাশের শতাধিক শিল্প-কলকারখানা শুধু পলাশের মানুষের জন্য উন্নতি আনেনি, এনেছে সারা বাংলাদেশের জন্য। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পলাশের শিল্পাঞ্চলকে একটি শ্মশানে পরিণত করেছিল। এখানে বিশ্বের সেরা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল।’

এ সময় জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এ ছাড়া দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

শ্রমিক দল নেতা মো. আল-আমিন ভূঞার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত