বিশেষ প্রতিনিধি
স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে আবারও চতুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গতকাল (শনিবার) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্তের পরেই সবকিছু চলে আসবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের তদন্ত টিমের (পিবিআই) ওপর ভরসা রয়েছে। টিম যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং সবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলার আসামিকে তারা চিহ্নিত করেছে। কাজেই আমি মনে করি, পিবিআই ভুল করবে না।’ বাবুল আক্তার যে প্রশ্নগুলো করেছেন, তদন্তে সব বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তদন্তের ছয় বছরে একাধিক মোড় নিয়েছে। সময় যত গড়াচ্ছে, হত্যার ঘটনা ততই রহস্যময় হয়ে উঠছে। তাই এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বাবুল আক্তার, এনেছেন বিভিন্ন অভিযোগও। পিবিআইয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
আজ রোববার সচিবালয়ে পিবিআইয়ের তদন্ত ও বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তো গতকালই বলেছি, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ।’
স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে আবারও চতুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গতকাল (শনিবার) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্তের পরেই সবকিছু চলে আসবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের তদন্ত টিমের (পিবিআই) ওপর ভরসা রয়েছে। টিম যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং সবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলার আসামিকে তারা চিহ্নিত করেছে। কাজেই আমি মনে করি, পিবিআই ভুল করবে না।’ বাবুল আক্তার যে প্রশ্নগুলো করেছেন, তদন্তে সব বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তদন্তের ছয় বছরে একাধিক মোড় নিয়েছে। সময় যত গড়াচ্ছে, হত্যার ঘটনা ততই রহস্যময় হয়ে উঠছে। তাই এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বাবুল আক্তার, এনেছেন বিভিন্ন অভিযোগও। পিবিআইয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
আজ রোববার সচিবালয়ে পিবিআইয়ের তদন্ত ও বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তো গতকালই বলেছি, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ।’
দুর্গাপুরের নান্দিগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর গরু। এ ছাড়া বাছুরটির মুখ দুটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। আজ রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি জন্ম দেয় এমন বাছুর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বাড়িতে বাছুরটিক
১ মিনিট আগেগোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
১ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার একটি ভুট্টাখেতে এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগে