সাভার (ঢাকা) প্রতিনিধি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েও আওয়ামী লীগের সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আশা করি, সরকার দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার সঙ্গে নেই।’
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ঢাকার সাভার থেকে তিন শতাধিক গাড়িবহর ও প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি, এখনো বলছি, আমি সরকার দলের সঙ্গেই থাকব। আমি ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারকে বলেছি, আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি দয়া করে আমাকে সরকার দলে রাখবেন। উনি বলেছেন, ঠিক আছে। ঝুট-ঝামেলা শেষ হওয়ার পর আমার অফিসে আস। দেখি আমি কী করা যায়!’
সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা-১৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমার এলাকার নেতা-কর্মীদের নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা ধন্য।’
এ সময় নবনির্বাচিত এ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিনসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। গত ৮ নভেম্বর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন। নৌকা না পেয়ে স্বতন্ত্রভাবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেন এই আওয়ামী লীগ নেতা। তিনি ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েও আওয়ামী লীগের সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আশা করি, সরকার দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার সঙ্গে নেই।’
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ঢাকার সাভার থেকে তিন শতাধিক গাড়িবহর ও প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি, এখনো বলছি, আমি সরকার দলের সঙ্গেই থাকব। আমি ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারকে বলেছি, আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি দয়া করে আমাকে সরকার দলে রাখবেন। উনি বলেছেন, ঠিক আছে। ঝুট-ঝামেলা শেষ হওয়ার পর আমার অফিসে আস। দেখি আমি কী করা যায়!’
সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা-১৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমার এলাকার নেতা-কর্মীদের নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা ধন্য।’
এ সময় নবনির্বাচিত এ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিনসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। গত ৮ নভেম্বর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন। নৌকা না পেয়ে স্বতন্ত্রভাবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেন এই আওয়ামী লীগ নেতা। তিনি ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪০ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগে