Ajker Patrika

ঢামেকে সাততলা থেকে লাফ দেওয়া যুবকের আইসিইউতে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ঢামেকে সাততলা থেকে লাফ দেওয়া যুবকের আইসিইউতে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে আহত রিয়াদুল ইসলাম রনি (২২) মারা গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে মারা যান রনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাততলা থেকে লাফ দেন রনি।

রনির চাচাতো ভাই আনিছুর রহমান জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোয়ারখালী গ্রামে। বাবার নাম দুলাল ব্যাপারী। গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ রনির মাথায় সমস্যা দেখা দেয়। সেই কারণে গত ২৬ সেপ্টেম্বর রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নতুন ভবনের সাত তলায় ৭০১ নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে রনি সবার ছোট।

আনিছুর আরও জানান, ঘটনার সময় রনির সঙ্গে এক আত্মীয় ছিল। হঠাৎ রনি ভবনের পেছন দিকে গিয়ে কাচের জানালা খুলে বাইরে লাফ দেন। চারতলার ছাদে পড়েন তিনি।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, রনি নামে হাসপাতালে ভর্তি এক রোগী সাত তলা থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হন। ঘটনার পরপরই জরুরি বিভাগে চিকিংসা দিয়ে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত