Ajker Patrika

পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৭: ৪৩
পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তাঁরা।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকেরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।

অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’

এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। সকাল থেকে কোনো ধরনের অফিসে যাননি তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-সমাবেশ করিনি। তবে আমাদের কেউ অফিস করেনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত