ঢাবি প্রতিনিধি
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তাঁরা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকেরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।
অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। সকাল থেকে কোনো ধরনের অফিসে যাননি তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-সমাবেশ করিনি। তবে আমাদের কেউ অফিস করেনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তাঁরা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকেরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।
অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। সকাল থেকে কোনো ধরনের অফিসে যাননি তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-সমাবেশ করিনি। তবে আমাদের কেউ অফিস করেনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে