অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া মাইকেল চাকমা।
এর আগে ১৮ ডিসেম্বর (বুধবার) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। এ সময় তাঁর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।
মাইকেলের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে এ দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তকাজ শুরু হবে।
অভিযোগ প্রসঙ্গে এই ইউপিডিএফ নেতা সাংবাদিকদের বলেন, পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তাঁরা অবরোধ কর্মসূচি করেছিলেন। এ ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাঁর আশঙ্কা এসব ঘটনায় তাঁকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গুম হন মাইকেল চাকমা। এ ঘটনায় আন্তর্জাতিক চাপ ও দেশি–বিদেশি সংগঠনের উদ্বেগ প্রকাশ করলেও আমলে নেয়নি তৎকালীন সরকার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া মাইকেল চাকমা।
এর আগে ১৮ ডিসেম্বর (বুধবার) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। এ সময় তাঁর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।
মাইকেলের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে এ দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তকাজ শুরু হবে।
অভিযোগ প্রসঙ্গে এই ইউপিডিএফ নেতা সাংবাদিকদের বলেন, পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তাঁরা অবরোধ কর্মসূচি করেছিলেন। এ ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাঁর আশঙ্কা এসব ঘটনায় তাঁকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গুম হন মাইকেল চাকমা। এ ঘটনায় আন্তর্জাতিক চাপ ও দেশি–বিদেশি সংগঠনের উদ্বেগ প্রকাশ করলেও আমলে নেয়নি তৎকালীন সরকার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগে