Ajker Patrika

ঢাকার ফুটপাত বিক্রি: অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২৩: ০৬
ঢাকার ফুটপাত বিক্রি: অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

ঢাকার ফুটপাত বিক্রি করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ আগামী সোমবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট দায়ের করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২১ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। 

সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, সিআইডি ও রাজউককে ফুটপাত বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা ৬০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যাতে আর কেউ ফুটপাত দখল করতে না পারে সে ব্যাপারে মনিটরিং টিম গঠন করতেও নির্দেশ দেন আদালত।

নির্দেশনা অনুসারে প্রতিবেদন দাখিল না করায় এইচআরবির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। 

মনজিল মোরসেদ বলেন, ফুটপাত হলো জনগণের চলাচলের রাস্তা। তা দখল ও বিক্রি করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তারা অর্থ উপার্জন করছে। এটি বন্ধে নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত