Ajker Patrika

চনপাড়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
চনপাড়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ধারালো অস্ত্র, হেলমেট ও জ্যাকেট জব্ধ করা হয়। 
গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া এলাকার বিল্লাল হোসেন, জুয়েল, শিহাব উদ্দিন ও রাকিব।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনায় রাতভর অভিযান চালিয়েছি আমরা। আসামিদের গ্রেপ্তার করে রামদা, চাপাতি, হেলমেট, লাঠিসোঁটা ও জ্যাকেট জব্দ করি। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলায় আদালতে পাঠানো হয়েছে।’

একই ঘটনায় র‍্যাব ১ এর পূর্বাচল ক্যাম্পের সুবেদার ওয়ালিউর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও ৪৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে রূপগঞ্জের চনপাড়ায় জয়নাল ও শমসের গ্রুপের অনুসারীরা গোলাগুলি ও সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দিনমজুর সৈয়দ খান (৫৫) নামে এক বৃদ্ধ। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত