Ajker Patrika

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্মাণকাজ উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত
নির্মাণকাজ উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশনগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসির ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে প্রায় ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা এবং ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রশাসক বলেন, ‘ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাত থেকে সকাল ৮টা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে। অথচ সকাল ৮টা থেকে ১১টার মধ্যেই আবার রাস্তায় ময়লা জমে যায়। সবাইকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলতে। যার যার সোসাইটি পরিচ্ছন্ন রাখলে শহরও পরিচ্ছন্ন থাকবে।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশের শহরের সঙ্গে ঢাকার মূল পার্থক্য সেখানকার রাস্তায় ময়লা নেই, আর আমাদের ঢাকায় রাস্তায় প্রচুর ময়লা পড়ে থাকে। সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত ময়লা পরিষ্কার করছে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রতিদিন প্রায় আট লাখ টন ময়লা সংগ্রহ করছে। সবাই নির্ধারিত স্থানে ময়লা ফেলুন, কর্মীরা নিয়ে যাবে।’

পরিবেশ রক্ষায় ছাদবাগান ও গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একসময় মিরপুরে প্রচুর গাছ ছিল। এখন গাছ কমে যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে। সবাই ছাদে, বাড়ির সামনে বা বারান্দায় গাছ লাগান। ছাদবাগান করলে ডিএনসিসি কর প্রণোদনা দেওয়ার বিষয়ে বোর্ডে প্রস্তাব তুলব।’

তীব্র গরমে পথচারীদের জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা এবং প্রাণীদের জন্য বারান্দা বা ছাদে পানি রাখারও আহ্বান জানান প্রশাসক।

অবৈধ অটোরিকশা গ্যারেজ নিয়ে প্রশাসক বলেন, ‘আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন, আমরা সেগুলো বন্ধ করে দেব। আপনারা বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দিয়েন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশাচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না।’

পরে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পলাশনগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত