Ajker Patrika

তুলে নেওয়া ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
তুলে নেওয়া ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাহিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

আজ শুক্রবার নাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। নাহিদ নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজ শুক্রবার জানান, নাহিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।  

গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ তোলে বিএনপি। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করা হয়নি। 

ওসি খোকন চন্দ্র সরকার জানান, নাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসার বাথরুমের ফলস ছাদ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে নরসিংদী সদর মডেল থানার গত ২৬ মে দায়েরকৃত বিস্ফোরণ উপাদানাবলীর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ২৫ মে নরসিংদীর জেলখানা মোড়ে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও আশরাফুলকে গুলি করে হত্যা মামলার আসামিও নাহিদ। ওই ঘটনার পর থেকে নাহিদ পলাতক ছিলেন। এর আগে র‍্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক হন নাহিদ। 

নাহিদের পরিবারের সদস্যরা জানান, নাহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত