Ajker Patrika

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: এবার যুবলীগ নেতাসহ ১২ জনকে আসামি করে পাল্টা মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৫৭
শ্রীপুরে মধ্যরাতে মহড়া: এবার যুবলীগ নেতাসহ ১২ জনকে আসামি করে পাল্টা মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার পাল্টা মামলা করেছেন জেলা ছাত্রলীগের সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার। মামলায় ভুক্তভোগী যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি করা হয়।

একই ঘটনায় ১ সেপ্টেম্বর যুবলীগের ওই নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর কাছ থেকে আমার ছেলে (ছাত্রলীগ নেতা) নাসির মোড়ল নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাঙচুর করে গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে—এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেপ্তার হয়েছে। ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এই কাউন্টার মামলা দায়ের করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত