শরীফ নাসরুল্লাহ, ঢাকা
যেন পরিত্যক্ত একটি বাড়ি। আশপাশের গাছ থেকে ঝরে পড়া পাতা। পলেস্তারা খসে পড়া দেয়াল। ভেতরে একটি কক্ষে লম্বা কাঠের টেবিল। তার ওপর পড়ে ছিল দু-একটা ভাতের দানা। বোঝা যায়, ভাত খাওয়ার টেবিল এটি। একটি চেয়ারে বসে হুঁকা টানছিলেন একজন। অনাহূত অতিথি দেখে ভেতরে চলে যান। শহরে হুঁকা! অবশ্য যাদের কাছে আসা, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটি। দেয়ালে সাঁটা কয়েকটি পোস্টার। তাতে পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠনের নাম লেখা। সেই টেবিলের কাছেই একটি চেয়ারে বসে পড়ছিলেন মেরিন চাকমা।
জানা গেল, মেরিন চাকমা পড়ালেখা শেষে এখন চাকরি খুঁজছেন। তিনি জানান, রাজধানীতে পাহাড়ি মানুষদের সাময়িক সময়ের জন্য ঠাঁই পেতে বেশ বেগ পেতে হয়। তখন মোহাম্মদপুরের এই বাড়িই আশ্রয় হয়ে দেখা দেয়।
দেখা যায়, পুরোনো ধাঁচের বাড়ি। কিছু জানালার গ্রিল ভেঙে পড়েছে। কাপড় টানিয়ে রাখা হয়েছে তাতে। একেকটি রুমে তিন থেকে চারটি সস্তা কাঠের খাট। দেখতে মেসের মতো।
ততক্ষণে খনেজ চাকমা ও ধীরেসেন চাকমাসহ আরও কয়েকজন হাজির। তাঁদের কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ মেডিকেল কলেজের শিক্ষার্থী। জানা গেল, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য রাজধানীতে এলে ঠাঁই হয় এখানে। বাড়িটিতে ভাড়া দিতে হয় না। কেবল শিক্ষার্থীরা মিলে কেনাকাটা করে খাওয়া-দাওয়া করেন।
এই ব্যবস্থা পরিচালিত হয় একটি ছাত্র কমিটি দিয়ে। এর সাধারণ সম্পাদক জগদীশ চাকমা বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক সময় দুর্গম অঞ্চল থেকে দরিদ্র মানুষও নানা কাজে আসেন রাজধানীতে। তাঁরা এখানে আশ্রয় পান।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা হোস্টেলের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তিনি বলেন, ‘পাহাড়ি শিক্ষার্থীদের জন্য এটি একটি ভরসার জায়গা। বাড়িটি জীর্ণ হয়ে গেছে। সংস্কার দরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা বলেছি।’
যেন পরিত্যক্ত একটি বাড়ি। আশপাশের গাছ থেকে ঝরে পড়া পাতা। পলেস্তারা খসে পড়া দেয়াল। ভেতরে একটি কক্ষে লম্বা কাঠের টেবিল। তার ওপর পড়ে ছিল দু-একটা ভাতের দানা। বোঝা যায়, ভাত খাওয়ার টেবিল এটি। একটি চেয়ারে বসে হুঁকা টানছিলেন একজন। অনাহূত অতিথি দেখে ভেতরে চলে যান। শহরে হুঁকা! অবশ্য যাদের কাছে আসা, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটি। দেয়ালে সাঁটা কয়েকটি পোস্টার। তাতে পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠনের নাম লেখা। সেই টেবিলের কাছেই একটি চেয়ারে বসে পড়ছিলেন মেরিন চাকমা।
জানা গেল, মেরিন চাকমা পড়ালেখা শেষে এখন চাকরি খুঁজছেন। তিনি জানান, রাজধানীতে পাহাড়ি মানুষদের সাময়িক সময়ের জন্য ঠাঁই পেতে বেশ বেগ পেতে হয়। তখন মোহাম্মদপুরের এই বাড়িই আশ্রয় হয়ে দেখা দেয়।
দেখা যায়, পুরোনো ধাঁচের বাড়ি। কিছু জানালার গ্রিল ভেঙে পড়েছে। কাপড় টানিয়ে রাখা হয়েছে তাতে। একেকটি রুমে তিন থেকে চারটি সস্তা কাঠের খাট। দেখতে মেসের মতো।
ততক্ষণে খনেজ চাকমা ও ধীরেসেন চাকমাসহ আরও কয়েকজন হাজির। তাঁদের কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ মেডিকেল কলেজের শিক্ষার্থী। জানা গেল, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য রাজধানীতে এলে ঠাঁই হয় এখানে। বাড়িটিতে ভাড়া দিতে হয় না। কেবল শিক্ষার্থীরা মিলে কেনাকাটা করে খাওয়া-দাওয়া করেন।
এই ব্যবস্থা পরিচালিত হয় একটি ছাত্র কমিটি দিয়ে। এর সাধারণ সম্পাদক জগদীশ চাকমা বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক সময় দুর্গম অঞ্চল থেকে দরিদ্র মানুষও নানা কাজে আসেন রাজধানীতে। তাঁরা এখানে আশ্রয় পান।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা হোস্টেলের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তিনি বলেন, ‘পাহাড়ি শিক্ষার্থীদের জন্য এটি একটি ভরসার জায়গা। বাড়িটি জীর্ণ হয়ে গেছে। সংস্কার দরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা বলেছি।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৪ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে