গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি ঘোষণা করলেন। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণার সময় আতাউর বলেন, ‘আমি নির্বাচিত হলে নগরবাসীর জন্য স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত, বিশেষজ্ঞ কমিটি, নগর সরকার, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, জাকাত বোর্ড গঠন করবে।’ তিনি লিখিত আকারে ৩৪ দফা ইশতেহার তুলে ধরে ঘোষণা দেন, ‘জয়ী হলে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে।’
নগরবাসী ভোটে নির্বাচিত করলে ইশতেহারে থাকা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে আতাউর ঘোষণা দেন।
গাজীপুর নগরীকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, পরিকল্পিত দুর্ভোগ, পরিবেশের বিভিন্ন দূষণ রোধ ও পানির সমস্যা সমাধানের কথা ইশতেহারে উল্লেখ করেন আতাউর। তিনি ইশতেহারে আরও উল্লেখ করেছেন নাগরিকদের নিরাপত্তা, ফুটপাত দখলমুক্ত, পাবলিক টয়লেট নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাসমুক্ত নগর গড়াসহ ৩৪টি কাজ করবেন তিনি। আতাউর এই ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নেবেন বলেও জানান।
ইশতেহার ঘোষণার সময় নিজ দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে আতাউর বলেন, ‘আপনারা সম্মিলিতভাবে গাজীপুরের সমস্যার সমাধান করতে চাইলে এবং গাজীপুরকে বাসযোগ্য টেকসই আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাইলে হাতপাখা মার্কায় ভোট চান।’
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরের সভাপতি ফাইজ উদ্দিন আহমদ, সহসভাপতি এম এ হানিফ সরকার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুফতি শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এস এস ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুব আন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল হালিম চৌধুরী প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি ঘোষণা করলেন। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণার সময় আতাউর বলেন, ‘আমি নির্বাচিত হলে নগরবাসীর জন্য স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত, বিশেষজ্ঞ কমিটি, নগর সরকার, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, জাকাত বোর্ড গঠন করবে।’ তিনি লিখিত আকারে ৩৪ দফা ইশতেহার তুলে ধরে ঘোষণা দেন, ‘জয়ী হলে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে।’
নগরবাসী ভোটে নির্বাচিত করলে ইশতেহারে থাকা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে আতাউর ঘোষণা দেন।
গাজীপুর নগরীকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, পরিকল্পিত দুর্ভোগ, পরিবেশের বিভিন্ন দূষণ রোধ ও পানির সমস্যা সমাধানের কথা ইশতেহারে উল্লেখ করেন আতাউর। তিনি ইশতেহারে আরও উল্লেখ করেছেন নাগরিকদের নিরাপত্তা, ফুটপাত দখলমুক্ত, পাবলিক টয়লেট নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাসমুক্ত নগর গড়াসহ ৩৪টি কাজ করবেন তিনি। আতাউর এই ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নেবেন বলেও জানান।
ইশতেহার ঘোষণার সময় নিজ দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে আতাউর বলেন, ‘আপনারা সম্মিলিতভাবে গাজীপুরের সমস্যার সমাধান করতে চাইলে এবং গাজীপুরকে বাসযোগ্য টেকসই আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাইলে হাতপাখা মার্কায় ভোট চান।’
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরের সভাপতি ফাইজ উদ্দিন আহমদ, সহসভাপতি এম এ হানিফ সরকার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুফতি শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এস এস ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুব আন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল হালিম চৌধুরী প্রমুখ।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৫ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৮ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৪ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে