Ajker Patrika

নতুন শিক্ষাক্রমে পরীক্ষার ভীতি থাকবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন শিক্ষাক্রমে পরীক্ষার ভীতি থাকবে না: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে পরীক্ষার ভীতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, পুরো শিক্ষাক্রমটাকে পাল্টে ফেলার চেষ্টা করছি। যেখানে মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার্থীরা করে করে শিখবে। পরীক্ষার ভীতি থাকবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে আনন্দ নিকেতন। শিক্ষায়তন হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা। 

আজ রোববার রাজধানীর কেরানীগঞ্জের তারা নগরে ছায়ানট-নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অপালা ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে নলান্দার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। পারিবারিক পরিসরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। আর প্রশ্নের উত্তর দেওয়ার মনোবৃত্তি তৈরি করতে হবে। যে শিক্ষায়তন এই চর্চা করে সেই শিক্ষায়তনই সত্যিকারের শিক্ষায়তন। সে রকম একটি শিক্ষাপ্রতিষ্ঠান মনে হচ্ছে নালন্দা। আমাদের দেশের সব শিক্ষায়তন হয়ে উঠুক এই রকম আনন্দময় শিক্ষায়তন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত