Ajker Patrika

২৬ কেজির পদ্মার পাঙ্গাশ, ৩৯ হাজার টাকায় বিক্রি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
২৬ কেজির পদ্মার পাঙ্গাশ, ৩৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার পরান হালদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।

পরে আজ বুধকার সকাল সাড়ে ৭টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে যৌথভাবে মাছটি কিনেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খাঁন, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খাঁন। ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন তাঁরা।

মাছটির ক্রেতা মো. লালচাঁদ খাঁন বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা। এ কারণে দামও বেশি। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভালো লাগছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত