নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। পুনরায় ভোট গণনাকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
নিহত হৃদয় ভূঁইয়া (২৪) দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমান মারা যাওয়ায় তাঁর পদ শূন্য হয়। আজ এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোরগ প্রতীকের আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ভোট ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান। এ ফল জানার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানকে পুনরায় ভোট গণনার অনুরোধ করেন রাজু।
এর জেরে আজিজ সরকারের নেতৃত্বে তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর (তালা) সমর্থকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাঁদের সাত সদস্য আহত হন। এর মধ্যেই হৃদয় ভূঁইয়া গুলিবিদ্ধ হয় এবং ফারুক হোসেন নামের আরেক ব্যক্তি আহত হন।
হৃদয়কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিলা সালাম তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ফারুক হোসেনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের ভাই লিটন ভূঁইয়া বলেন, ‘ভোট গ্রহণ শেষে গণনার সময় আজীজ সরকারের (মোরগ) নেতৃত্বে তাঁর লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর সমর্থকদের ওপর গুলি চালায়। এ সময় আমার ভাই হৃদয় ভূঁইয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশসহ আটজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। পুনরায় ভোট গণনাকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
নিহত হৃদয় ভূঁইয়া (২৪) দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমান মারা যাওয়ায় তাঁর পদ শূন্য হয়। আজ এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোরগ প্রতীকের আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ভোট ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান। এ ফল জানার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানকে পুনরায় ভোট গণনার অনুরোধ করেন রাজু।
এর জেরে আজিজ সরকারের নেতৃত্বে তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর (তালা) সমর্থকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাঁদের সাত সদস্য আহত হন। এর মধ্যেই হৃদয় ভূঁইয়া গুলিবিদ্ধ হয় এবং ফারুক হোসেন নামের আরেক ব্যক্তি আহত হন।
হৃদয়কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিলা সালাম তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ফারুক হোসেনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের ভাই লিটন ভূঁইয়া বলেন, ‘ভোট গ্রহণ শেষে গণনার সময় আজীজ সরকারের (মোরগ) নেতৃত্বে তাঁর লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর সমর্থকদের ওপর গুলি চালায়। এ সময় আমার ভাই হৃদয় ভূঁইয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশসহ আটজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে