Ajker Patrika

ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র বৈধ যাঁদের, বাদ গেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৮
ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র বৈধ যাঁদের, বাদ গেলেন যাঁরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে যথাক্রমে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ৫ জনের। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। 

ঢাকা-২ আসনে ৫ জন মনোনয়ন দাখিলকারীর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরজন হলেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ শাকিল। আর ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জিহাদী ও স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয় এবং জাকের পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়। 

এদিকে ঢাকা-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৬ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু, বাংলাদেশ পিপলস পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র মো. রমজান, বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর, জাকের পার্টির আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকার। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়া ও স্বতন্ত্র মো. আলী রেজার। 

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত