রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পাঁচজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা। তিনি বলেন, ‘খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। বিস্তারিত পরে বলা যাবে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মেথিকান্দা রেলস্টেশনে ঢোকার আগে শ্রীরামপুর রেলগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। এর পরও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে।
এর আগে আজ সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, কমলপুরের খাকচক এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হওয়ার ঘটনা আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটের দিকে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
নরসিংদীর রায়পুরায় পাঁচজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা। তিনি বলেন, ‘খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। বিস্তারিত পরে বলা যাবে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মেথিকান্দা রেলস্টেশনে ঢোকার আগে শ্রীরামপুর রেলগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। এর পরও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে।
এর আগে আজ সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, কমলপুরের খাকচক এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হওয়ার ঘটনা আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটের দিকে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ ঘণ্টা আগে