Ajker Patrika

দুবাইয়ে যুবককে নির্যাতন, ঢাকায় বাবার মামলা

দুবাইয়ে যুবককে নির্যাতন, ঢাকায় বাবার মামলা

কানাডা পাঠানোর প্রলোভন দেখিয়ে মো. আল আমিন নামের বাংলাদেশি এক যুবককে দুবাইয়ে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী এক চক্রের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বাবা গত মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানায় মামলা করেছেন। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোস্তফা মিলন, ঢাকার কদমতলী থানার নতুন জুরাইন এলাকার মো. ফজলুল হক, মহাখালীর জাকী আহসান উল্লাহ, ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ফেরদৌসী আক্তার নাসরিন, মিরপুরের পল্লবীর মাসুদ রানা ও কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা গ্রামের শাহিন আক্তার। তাঁরা সবাই ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। এর আগেও তাঁরা বিদেশে লোক পাঠানোর নামে কয়েকবার প্রতারণা করেছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আসামিরা পলাতক থাকলেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

বাদী মো. মোবারক আলী মামলায় অভিযোগ করেছেন, ছেলেকে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার কথা বলে আসামিরা তাঁর কাছ থেকে দুই দফায় ১৭ লাখ টাকা নেয় ডেমরার আল আমিন গ্রুপ। এরপর তাঁর ছেলেকে জাল ভিসা দিয়ে দুবাই পাঠানো হয়। সেখানে তাঁকে অন্য কাজের জন্য বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে নেয় আরও ৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত