Ajker Patrika

শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৯: ৫৯
শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে নোমান গ্রুপের মালিকানাধীন নাইস ফেব্রিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিম কাজ শুরু করে। এর কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কারখানার লাইন ইনচার্জ হিরো জানান, কারখানার টিনশেডের ওপরে ময়লার মধ্যে আগুন লেগে যায়। কারখানার নিজস্ব ফায়ার ফাইটার টিম মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন শেডের ওপরের ময়লায় লাগায় দূর থেকে অনেক বড় দেখা গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, কারখানার একটি মেশিনে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত