নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ মাসের বকেয়া বেতন চেয়ে কর্মীদের দেনদরবার, তার উত্তরে মালিকপক্ষের হুমকি ধামকি। আজ রোববার সকাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বনানী অফিসের চিত্র ছিল এমনই। মালিকপক্ষ যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছিলেন বেতনের দাবিতে সেখানে অবস্থান নেওয়া বিক্রয় শাখার ২১ কর্মী। তবে দিন শেষে তেমন কিছু ঘটেনি। দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রত্যেকেই। রোববার আলেশার অফিসে থাকা একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম বেতন না দেওয়া পর্যন্ত অফিস ছাড়ব না। এরপর নানা টালবাহানা শেষে সন্ধ্যা নাগাদ আমাদের দুই মাসের বেতন নগদে পরিশোধ করে তারা।’
দুই মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক কর্মী বলেন, ‘পাঁচ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলাম। আজ দুই মাসের পেলাম। দ্রুত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এবং জব ক্লিয়ারেন্স দিতেও গড়িমসি করতে পারে। যার ফলে পরবর্তীতে চাকরি পেতে সমস্যায় পড়তে হবে তাদের। এ জন্য তারা সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে সরিয়ে দেয়।
আলেশা কার্ডের বিক্রয় শাখার কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। সেপ্টেম্বর থেকে তাদের বেতন বন্ধ।
পাঁচ মাসের বকেয়া বেতন চেয়ে কর্মীদের দেনদরবার, তার উত্তরে মালিকপক্ষের হুমকি ধামকি। আজ রোববার সকাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বনানী অফিসের চিত্র ছিল এমনই। মালিকপক্ষ যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছিলেন বেতনের দাবিতে সেখানে অবস্থান নেওয়া বিক্রয় শাখার ২১ কর্মী। তবে দিন শেষে তেমন কিছু ঘটেনি। দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রত্যেকেই। রোববার আলেশার অফিসে থাকা একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম বেতন না দেওয়া পর্যন্ত অফিস ছাড়ব না। এরপর নানা টালবাহানা শেষে সন্ধ্যা নাগাদ আমাদের দুই মাসের বেতন নগদে পরিশোধ করে তারা।’
দুই মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক কর্মী বলেন, ‘পাঁচ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলাম। আজ দুই মাসের পেলাম। দ্রুত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এবং জব ক্লিয়ারেন্স দিতেও গড়িমসি করতে পারে। যার ফলে পরবর্তীতে চাকরি পেতে সমস্যায় পড়তে হবে তাদের। এ জন্য তারা সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে সরিয়ে দেয়।
আলেশা কার্ডের বিক্রয় শাখার কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। সেপ্টেম্বর থেকে তাদের বেতন বন্ধ।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে