Ajker Patrika

রূপগঞ্জে রি রোলিং মিলে বিস্ফোরণে ১ জন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে রি রোলিং মিলে বিস্ফোরণে ১ জন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম শংকর (৪০)। আহতরা হলেন–ইয়াসিন (৩৪), ইব্রাহিম, (৩৫), অয়ন (২০) জুয়েল (২৫), গোলাম রাব্বি (৩৫) আলমগীর (৩৩)। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে আটজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে শংকর নামে একজন মারা গেছেন। বাকিদের অবস্থা গুরুতর। 

আহতদের সহকর্মী আশিক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে রোলিং মিলের ভাট্টি বিস্ফোরণ হয়ে গরম গলিত লোহা সবার গায়ে ছিটকে পড়ে। নিহত ও আহত সবাই কারখানার শ্রমিক। ঘটনার পরপরেই গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়।’ 

আরআইসিএল স্টিল মিলের কর্মকর্তা হারুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করার সময় এটি বিস্ফোরিত হয়। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় ভাট্টির আশপাশে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর শংকর মারা যান। এ ছাড়া আরও কয়েকজন সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত