উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত।
নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন।
আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত।
নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন।
আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৩ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
১৮ মিনিট আগে