নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিগত সময়ে ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান এ কথা বলেন। তিনি জানান, বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজউক চেয়ারম্যান বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (যুগ্ম সচিব) আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এফ আর আশিক আহমেদ প্রমুখ।
বিগত সময়ে ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান এ কথা বলেন। তিনি জানান, বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজউক চেয়ারম্যান বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (যুগ্ম সচিব) আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এফ আর আশিক আহমেদ প্রমুখ।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে রক্ষায় অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়া বেড়িবাঁধে আজ সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
১১ মিনিট আগেজুলাই আন্দোলনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদসংলগ্ন (নতুন কলা) মুরাদ চত্বর থেকে
১ ঘণ্টা আগেচট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি একসঙ্গে পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে ওই দুই আসামি পালান। বিকেলে আসামিদের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ওই দুই আসামি নিখোঁজের বিষয়টি জানাজানি হয়
১ ঘণ্টা আগেরংপুরে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকের নাম মাহমুদুল হাসান। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁকে ওই কাপড় পাঠানো হয়।
১ ঘণ্টা আগে