Ajker Patrika

৫ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫১
৫ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট

ঢাকাসহ আশপাশের ৫ জেলায় অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট। ঢাকা ছাড়া অন্য চার জেলা হলো গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ। ১৫ ফেব্রুয়ারি এসব জেলার জেলা প্রশাসককে জুমে সংযুক্ত থেকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। 
 
এর আগে, বায়ুদূষণ রোধে ঢাকা শহরের প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 
 
ফায়ার সার্ভিসের আইনজীবী মুনীরুজ্জামান আদালতে জানান, তাঁদের কাছে পানি ছিটানোর মেশিন নেই। তাঁরা শুধু পাইপ দিয়ে পানি ছিটাতে পারেন। 

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত ৯ দফা নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এতে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৯ সালের ২১ জানুয়ারি রিট করে। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন। পরে রাজধানীতে বায়ুদূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত