গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তি অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আজ রোববার বেলা ২টা থেকে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার বাসস্ট্যান্ডে এইচ ডি এফ অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিকেল ৫টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সড়কে শ্রমিকেরা অবস্থান করেন।
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিক অভিযোগ করেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ করার কথা ৭ তারিখে। কিন্তু আজ ২২ তারিখ তবুও বেতন পরিশোধ করেনি।
ওই কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘বেতনের তারিখ শেষ হতে না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে। আর মুদিদোকানি বাকি পরিশোধের জন্য। বাড়ির মালিক আর দোকানি অজুহাত বলে বাড়ি ছাড়তে বলে। সামান্য কষ্টের কারণে রাস্তায় আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। কিন্তু আপনার ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বুঝে না।’
কারখানার শ্রমিক সোহেল বলেন, ‘৭ তারিখের পর থেকে ১০ তারিখ দিয়েছে বকেয়া বেতন পরিশোধের জন্য। কিন্তু পরিশোধ করেনি। আজ দেয়াল পিঠ ঠেকেছে, এ জন্য রাস্তায় এসেছি। আমরা জানি, হাজার হাজার যাত্রীর কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের কষ্ট তো কম না। এত কষ্ট করে ডিউটি করি, আর মাস শেষে বেতনের জন্য পিছু পিছু ঘুরতে হয়।’
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদ বলেন, ‘আমরা শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করি। কিন্তু এ মাসে মালিকের একটু অর্থনৈতিক সমস্যা থাকার কারণে বেতন পরিশোধ করতে পারিনি। আগস্ট মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৪ তারিখ পরিশোধ করার কথা জানালে শ্রমিকেরা মহাসড়কে চলে যায়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তি অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আজ রোববার বেলা ২টা থেকে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার বাসস্ট্যান্ডে এইচ ডি এফ অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিকেল ৫টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সড়কে শ্রমিকেরা অবস্থান করেন।
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিক অভিযোগ করেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ করার কথা ৭ তারিখে। কিন্তু আজ ২২ তারিখ তবুও বেতন পরিশোধ করেনি।
ওই কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘বেতনের তারিখ শেষ হতে না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে। আর মুদিদোকানি বাকি পরিশোধের জন্য। বাড়ির মালিক আর দোকানি অজুহাত বলে বাড়ি ছাড়তে বলে। সামান্য কষ্টের কারণে রাস্তায় আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। কিন্তু আপনার ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বুঝে না।’
কারখানার শ্রমিক সোহেল বলেন, ‘৭ তারিখের পর থেকে ১০ তারিখ দিয়েছে বকেয়া বেতন পরিশোধের জন্য। কিন্তু পরিশোধ করেনি। আজ দেয়াল পিঠ ঠেকেছে, এ জন্য রাস্তায় এসেছি। আমরা জানি, হাজার হাজার যাত্রীর কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের কষ্ট তো কম না। এত কষ্ট করে ডিউটি করি, আর মাস শেষে বেতনের জন্য পিছু পিছু ঘুরতে হয়।’
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদ বলেন, ‘আমরা শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করি। কিন্তু এ মাসে মালিকের একটু অর্থনৈতিক সমস্যা থাকার কারণে বেতন পরিশোধ করতে পারিনি। আগস্ট মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৪ তারিখ পরিশোধ করার কথা জানালে শ্রমিকেরা মহাসড়কে চলে যায়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে