উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরা থেকে আত্মগোপন থাকা মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ডিএমপির উত্তরা-পশ্চিম থানাধীন আহালিয়ার মাস্টার গলি এলাকা থেকে বুধবার (৩১ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ওই যুদ্ধাপরাধী হলেন, নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে আবুল খায়ের।
আমিনুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী আবুল খায়েরসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ থানায় বুদ্ধিজীবী ডঃ রমেশ চন্দ্র সেনকে হত্যা করে। সেই সঙ্গে সাত মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে।
আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই আবুল খায়ের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আমিন ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করেছে আবুল খায়ের।
রাজধানীর উত্তরা থেকে আত্মগোপন থাকা মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ডিএমপির উত্তরা-পশ্চিম থানাধীন আহালিয়ার মাস্টার গলি এলাকা থেকে বুধবার (৩১ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ওই যুদ্ধাপরাধী হলেন, নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে আবুল খায়ের।
আমিনুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী আবুল খায়েরসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ থানায় বুদ্ধিজীবী ডঃ রমেশ চন্দ্র সেনকে হত্যা করে। সেই সঙ্গে সাত মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে।
আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই আবুল খায়ের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আমিন ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করেছে আবুল খায়ের।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৫ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১২ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৩১ মিনিট আগে