কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সহকারী প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই কর্মচারীর বিরুদ্ধে। গতকাল সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ ঘটনা ঘটে। তাঁরা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষক উভয়ে পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
লাঞ্ছিতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার হাপুরখাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে কামরুল হাসান ও তাঁর স্ত্রী আমেনা খাতুন। কামরুল হাসান গোলামনবী মডেল পাইলট উচ্চবিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক।
জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান গত বছরের আগস্ট মাসে তাঁর তিন মাসের বকেয়া বেতনের কথা প্রতিষ্ঠান প্রধানকে জানান। বেতন নিতে হলে একটি স্বর্ণের আংটি দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। কামরুল হাসান আংটি দিতে অপারগতা প্রকাশ করায় প্রধান শিক্ষক তাঁকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন ও লাঞ্ছিত করে আসছেন। এমনকি ওই সহকারী প্রধান শিক্ষককে অযোগ্য আখ্যা দিয়ে অব্যাহতি নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন প্রধান শিক্ষক।
গত শনিবার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের কাছে অব্যাহতিপত্র দেন। এর পরদিন রোববার প্রধান শিক্ষক তাঁর সঙ্গে কথা বলার জন্য বিদ্যালয়ে আসতে বলেন। কিন্তু তিনি যাননি। গতকাল সোমবার সকালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য মীমাংসার কথা বলে ডেকে পাঠান তাঁকে। কথামতো স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে কালিয়াকৈর বাজারে রিমা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স নামে একটি দোকানে যান এবং আলোচনায় বসেন।
এদিকে খবর পেয়ে প্রধান শিক্ষক দুই কর্মচারী সোহেল রানা ও মালেককে নিয়ে ওই দোকানে যান। তিনজনে ওই সহকারী প্রধান শিক্ষককে টানাহেঁচড়া করা শুরু করেন। এলোপাতারি মারধরও করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আমেনা খাতুনও। নিরূপায় হলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।
ভুক্তভোগী শিক্ষক কামরুল বলেন, ‘আমার তিন মাসের বকেয়া বেতন পাওয়ার পর ওই প্রধান শিক্ষক আমার কাছে একটি স্বর্ণের আংটি দাবি করেন। আংটি না দেওয়ায় তিনি বিভিন্ন সময় খারাপ আচরণ করতেন। আমাকে সবসময় ভয়-ভীতি দেখাতেন।’
অভিযুক্ত প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন বলেন, ‘আমি মারধর করি নাই। উল্টো ওনারাই কর্মচারীদের মারধর করেছেন। আমি মারধর করতে যাব কেন?’
এ ঘটনায় পাল্টপাল্টি অভিযোগ দেওয়ার কথা জানিয়ে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় উভয় শিক্ষক থানায় দুটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সহকারী প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই কর্মচারীর বিরুদ্ধে। গতকাল সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ ঘটনা ঘটে। তাঁরা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষক উভয়ে পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
লাঞ্ছিতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার হাপুরখাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে কামরুল হাসান ও তাঁর স্ত্রী আমেনা খাতুন। কামরুল হাসান গোলামনবী মডেল পাইলট উচ্চবিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক।
জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান গত বছরের আগস্ট মাসে তাঁর তিন মাসের বকেয়া বেতনের কথা প্রতিষ্ঠান প্রধানকে জানান। বেতন নিতে হলে একটি স্বর্ণের আংটি দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। কামরুল হাসান আংটি দিতে অপারগতা প্রকাশ করায় প্রধান শিক্ষক তাঁকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন ও লাঞ্ছিত করে আসছেন। এমনকি ওই সহকারী প্রধান শিক্ষককে অযোগ্য আখ্যা দিয়ে অব্যাহতি নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন প্রধান শিক্ষক।
গত শনিবার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের কাছে অব্যাহতিপত্র দেন। এর পরদিন রোববার প্রধান শিক্ষক তাঁর সঙ্গে কথা বলার জন্য বিদ্যালয়ে আসতে বলেন। কিন্তু তিনি যাননি। গতকাল সোমবার সকালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য মীমাংসার কথা বলে ডেকে পাঠান তাঁকে। কথামতো স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে কালিয়াকৈর বাজারে রিমা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স নামে একটি দোকানে যান এবং আলোচনায় বসেন।
এদিকে খবর পেয়ে প্রধান শিক্ষক দুই কর্মচারী সোহেল রানা ও মালেককে নিয়ে ওই দোকানে যান। তিনজনে ওই সহকারী প্রধান শিক্ষককে টানাহেঁচড়া করা শুরু করেন। এলোপাতারি মারধরও করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আমেনা খাতুনও। নিরূপায় হলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।
ভুক্তভোগী শিক্ষক কামরুল বলেন, ‘আমার তিন মাসের বকেয়া বেতন পাওয়ার পর ওই প্রধান শিক্ষক আমার কাছে একটি স্বর্ণের আংটি দাবি করেন। আংটি না দেওয়ায় তিনি বিভিন্ন সময় খারাপ আচরণ করতেন। আমাকে সবসময় ভয়-ভীতি দেখাতেন।’
অভিযুক্ত প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন বলেন, ‘আমি মারধর করি নাই। উল্টো ওনারাই কর্মচারীদের মারধর করেছেন। আমি মারধর করতে যাব কেন?’
এ ঘটনায় পাল্টপাল্টি অভিযোগ দেওয়ার কথা জানিয়ে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় উভয় শিক্ষক থানায় দুটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৫ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে