নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করেছেন জেলা ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে একটি সভা চলাকালে এ হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘হামলাকারীরা সন্ত্রাসী। তারা সরকারি দল ও প্রশাসনের ছত্রছায়ায় এ হামলা চালিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বারবার সন্ত্রাসীদের এসব হামলাই প্রমাণ করে প্রশাসন তাদের ছায়া দিচ্ছে। আমরাও এ দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়াও প্রশাসনের দায়িত্ব। অথচ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ এপ্রিল সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভায় জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের পদ না পাওয়া ও বহিষ্কৃত নেতা-কর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে এসে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। হামলায় বিএনপি কার্যালয়ের ভবনের গ্লাস ভেঙে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর কার্যালয় থেকে ৮-১০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ২৬ জানুয়ারি পর থেকে জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের গাড়িতে, বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটায় পদ না পাওয়া কর্মীরা।
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করেছেন জেলা ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে একটি সভা চলাকালে এ হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘হামলাকারীরা সন্ত্রাসী। তারা সরকারি দল ও প্রশাসনের ছত্রছায়ায় এ হামলা চালিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বারবার সন্ত্রাসীদের এসব হামলাই প্রমাণ করে প্রশাসন তাদের ছায়া দিচ্ছে। আমরাও এ দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়াও প্রশাসনের দায়িত্ব। অথচ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ এপ্রিল সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভায় জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের পদ না পাওয়া ও বহিষ্কৃত নেতা-কর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে এসে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। হামলায় বিএনপি কার্যালয়ের ভবনের গ্লাস ভেঙে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর কার্যালয় থেকে ৮-১০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ২৬ জানুয়ারি পর থেকে জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের গাড়িতে, বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটায় পদ না পাওয়া কর্মীরা।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে