Ajker Patrika

নারায়ণগঞ্জে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭: ০৫
নারায়ণগঞ্জে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের কাঠপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত তরুণীর হাত-পা বাঁধা ছিল। লাশটি মোড়ানো ছিল মোটা কম্বলে। তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বলে জানিয়েছে পুলিশ। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, সকালে রাস্তার পাশে একটি বস্তা থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে এক তরুণীর লাশ দেখতে পায়। এই স্থানে আগে শান্তা ফিলিং স্টেশন ছিল। পরে ফিলিং স্টেশনটি সরে যাওয়ার পর অনেকটাই নির্জন থাকে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে এই লাশ ফেলে থাকতে পারে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত