Ajker Patrika

ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, মিলল গলাকাটা লাশ 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২২: ২৮
ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, মিলল গলাকাটা লাশ 

নিখোঁজের দুই দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন পশ্চিম নয়াকান্দী আনারপাড়ের স্লুইচগেটের সামনে মেঘনার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মো. ডালিম দেওয়ান (৪০) উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার দেওয়ানবাড়ির মৃত ইসমাঈল দেওয়ান মাস্টারের ছেলে। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডালিম দেওয়ান মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। 

ডালিম দেওয়ানের স্ত্রী লিপি আক্তার জানান, গত বুধবার বিকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ সকালে ডালিমের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেন। ঘটনাস্থলে এসে নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখেন তাঁরা। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, তাই বিষয়টি উদ্ধার ও আইনগত ব্যবস্থা নৌ পুলিশ করবে। আমরা তাদের সহযোগিতা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত