Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন চলছে 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৮: ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন চলছে 

দীর্ঘ প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন চলছে। আজ বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 

করোনা সংক্রমণের কারণে এবার সম্মেলনে কর্মীদের রাখা হয়নি। সম্মেলনস্থলে শুধু কেন্দ্রীয় ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও হলের পদপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে কমপক্ষে এক ডোজ টিকার সনদ ছাড়া কাউকে সম্মেলনে প্রবেশ না করতে দেওয়ার কথাও বলেছেন আয়োজকেরা। আমন্ত্রণপত্র দেখিয়ে অতিথিরা সম্মেলনে প্রবেশ করেছেন। 

সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 

তবে অন্য অতিথিরা উপস্থিত আছেন। সম্মেলনে বিশেষ অতিথি আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। প্রধান বক্তা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত