Ajker Patrika

শ্রীপুরে ড্রামট্রাকের চাপায় ফল ব্যবসায়ী নিহত, আহত ৩

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬: ১৯
শ্রীপুরে ড্রামট্রাকের চাপায় ফল ব্যবসায়ী নিহত, আহত ৩

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় আবু হানিফা মৃধা (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পুরোনো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ফল ব্যবসায়ী আবু হানিফা মৃধা উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি বরমী বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকান পরিচালনা করতেন। তাৎক্ষণিক দুর্ঘটনায় আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচাপায় আহত একজনের পা কেটে যায়।

নিহত আবু হানিফা মৃধার স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমার স্বামী সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পুরোনো বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাকে চাপা দিলে আমার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম বলেন, ফল ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

বরমী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকচালককে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

পরিদর্শক আরও বলেন, নিহতের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত