Ajker Patrika

জীবনের জন্য উন্নয়ন শেষ কথা নয়: সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জীবনের জন্য উন্নয়ন শেষ কথা নয়: সুলতানা কামাল

উন্নয়নের প্রয়োজন আছে, উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন আছে। কিন্তু উন্নয়ন শেষ কথা নয়। উন্নয়ন হচ্ছে উপায়। লক্ষ্য হচ্ছে মানুষের ভালো থাকা, মানুষের সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাপা-বেনের জ্বালানি, জলবায়ু এবং টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

সুলতানা কামাল বলেন, ‘ঘরে ঘরে যখন বিদ্যুতের আলো জ্বলে ওঠে তখন আমাদের মনেও অহংকারের বোধ জাগে। কিন্তু সেটা আমরা কিসের বিনিময়ে পাচ্ছি সেটা আমাদের খেয়াল করতে হবে। একটা এলাকায় উন্নয়নের ধারণ ক্ষমতা কেমন সেটাও আমাদের দেখতে হবে। দীর্ঘ দিন ধরে রামপাল নিয়ে একটা অস্বচ্ছতা রয়েছে, বিতর্ক রয়েছে। বিভিন্ন সময় বলা হয়েছে আমাদের কথায় বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা আবেগ দিয়ে কথা বলি। কিন্তু আমরা ১৩টি বৈজ্ঞানিক প্রবন্ধ সরকারের প্রতিনিধির কাছে জমা দিয়েছিলাম। উন্মুক্ত আলোচনার কথা বলেছি, সরকার থেকে আজ পর্যন্ত কোন ফিডব্যাক পাইনি। জনগণের প্রতিনিধিরা দেশ চালাচ্ছেন, তাহলে তো জনগণের সঙ্গে পরামর্শ করতেই হবে।’

বাপার সভাপতি আরও বলেন, ‘কার লাভের জন্য প্রাকৃতিক বন ধ্বংস করে সাফারি পার্ক বানানো হচ্ছে। বন হচ্ছে প্রাকৃতিক ফুসফুস, এটা মানুষের সুস্থভাবে বাঁচার জন্য অনেক জরুরি।’

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শুধু জ্বালানি নয়, দেশের প্রতিটি উন্নয়নমূলক ক্ষেত্রে কাজ করছে সরকার। দেশে এখন ৯৮ শতাংশ ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটেছে। আগামী প্রজন্ম যাতে উৎফুল্ল থাকে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে গত কয়েক দশকে অনেক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করে ঘাটতি কমানোয় সরকারের প্রশংসা করে তিনি বলেন, বিদ্যুৎ ৫ হাজার থেকে ২২ হাজার মেগাওয়াট উন্নীত করা বড় সাফল্য।

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ প্রদান করা সরকারের উচিত বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত