জবি সংবাদদাতা
শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সংগঠন নীল দলের শিক্ষকেো। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে আওয়ামীপন্থী শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের দাবি কোটার মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ করে তারা সরকারের পতন ঘটাতে চায়। তাই শিক্ষার্থীদের উচিত আন্দোলন প্রত্যাহার করে বাসায় ফিরে যাওয়া।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, ‘এ রকম শত শত প্রাণহানি সবার মধ্যে নাড়া দেবে এটা স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রীও সহানুভূতি দেখিয়েছেন। অনেক ভুলভ্রান্তি ছিল আমাদের। দেশের আইন, বিচার ও সংবিধান রক্ষা করে আন্দোলন করতে হবে। আমরা সংলাপ ও আলোচনায় অংশগ্রহণের আহ্বান করছি ছাত্রদের।’
আরেক অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না। দেশকে যারা আফগানিস্তান বানাতে চায়, তাদের ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানাচ্ছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে গ্যাপ তৈরি হয়েছে, তা যাতে আর না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। আগস্ট মাসে দুটি মর্মান্তিক ঘটনা আছে। কিন্তু এখন বলা হচ্ছে ৩৪শে জুলাই, ৩৫শে জুলাই তাহলে আগস্ট মাস কি হারিয়ে যাচ্ছে?’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুল কবির বলেন, ‘কোটা আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমরা তার পক্ষে ছিলাম। তবে এর পরবর্তী যে কর্মসূচি তা মানা যায় না। আমরা দেশের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসেন, আমরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দল ছাত্রদের জন্য কাজ করেছে। নীল দল বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং এই আদর্শের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়ে ষড়যন্ত্র করবে, তাদের আমরা একত্রে প্রতিহত করব।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সমর্থন করি। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি কোটা আন্দোলন নয়, তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। শিক্ষার্থীদের আন্দোলনকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সংগঠন নীল দলের শিক্ষকেো। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে আওয়ামীপন্থী শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের দাবি কোটার মধ্যে নেই। সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ করে তারা সরকারের পতন ঘটাতে চায়। তাই শিক্ষার্থীদের উচিত আন্দোলন প্রত্যাহার করে বাসায় ফিরে যাওয়া।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিম বলেন, ‘এ রকম শত শত প্রাণহানি সবার মধ্যে নাড়া দেবে এটা স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রীও সহানুভূতি দেখিয়েছেন। অনেক ভুলভ্রান্তি ছিল আমাদের। দেশের আইন, বিচার ও সংবিধান রক্ষা করে আন্দোলন করতে হবে। আমরা সংলাপ ও আলোচনায় অংশগ্রহণের আহ্বান করছি ছাত্রদের।’
আরেক অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না। দেশকে যারা আফগানিস্তান বানাতে চায়, তাদের ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানাচ্ছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে গ্যাপ তৈরি হয়েছে, তা যাতে আর না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। আগস্ট মাসে দুটি মর্মান্তিক ঘটনা আছে। কিন্তু এখন বলা হচ্ছে ৩৪শে জুলাই, ৩৫শে জুলাই তাহলে আগস্ট মাস কি হারিয়ে যাচ্ছে?’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুল কবির বলেন, ‘কোটা আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমরা তার পক্ষে ছিলাম। তবে এর পরবর্তী যে কর্মসূচি তা মানা যায় না। আমরা দেশের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছি। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসেন, আমরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দল ছাত্রদের জন্য কাজ করেছে। নীল দল বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং এই আদর্শের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ হয়ে ষড়যন্ত্র করবে, তাদের আমরা একত্রে প্রতিহত করব।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সমর্থন করি। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি কোটা আন্দোলন নয়, তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। শিক্ষার্থীদের আন্দোলনকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটকের ঘটনায় ৫৩ বিজিবি সদস্যদের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ
০১ জানুয়ারি ১৯৭০রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে