Ajker Patrika

গাইবান্ধা উপনির্বাচন: প্রতিবেদন দিতে আরও সময় চায় কমিটি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধা উপনির্বাচন: প্রতিবেদন দিতে আরও সময় চায় কমিটি 

স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়ম তদন্তে আরও তিন দিন সময় চায় তদন্ত কমিটি। সাত কার্যদিবসে নিজেদের তদন্তকাজ শেষ করতে না পারায় তিন দিনের সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করেছে তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিয়মে বন্ধ হওয়া গাইবান্ধা ভোটের অনিয়ম তদন্তে গত বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাত কর্মদিবসের মধ্যে কমিশনে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘তদন্ত প্রতিবেদনটা আমরা কমপ্লিট করতে পারিনি। তিন দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছি। ফাইল পাঠানো হয়েছে।’

কমিশনে ৩ দিন সময় বাড়ানোর অনুমোদন করেছে কি না এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘কথা হয়েছে, অনুমোদন দিবে মনে হয়।’

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে সভাপতি করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলে ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবনে বসে মনিটরিং করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই নির্বাচন কমিশন এই ভোট বন্ধ ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত