নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে হেদায়েত মুন্সী (০৬) এক বাক্প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
হেদায়েত উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে কথা বলতে পারত না।
নিহত শিশুর চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে আসে হেদায়েত। তখন আক্তার বাড়ির উঠানে বসে রুটি খাচ্ছিল। এ সময় হেদায়েতের হাতে একটি রুটি তুলে দেন তিনি। সবার অজান্তে ওই রুটি খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে চলে যায় সে। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করি। পরে আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি রুটিটা পানিতে ভাসছে, কিন্তু হেদায়েত কোথাও নেই। আমরা কয়েকজন পানিতে নেমে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাও তাকে খুঁজে না পেয়ে সালথার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও পানিতে নেমে তাকে খুঁজে পায়নি। পরে দুপুর দেড়টা দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।’
এদিকে মরদেহ উদ্ধারের সময় পুকুর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। মরদেহ উদ্ধারের পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিয়ে এনে মরদেহ উদ্ধার করি।’
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাতাব উদ্দীন বলেন, ‘খবর পেয়ে মাদারীপুর থেকে আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ফরিদপুরের সালথায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে হেদায়েত মুন্সী (০৬) এক বাক্প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
হেদায়েত উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে কথা বলতে পারত না।
নিহত শিশুর চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে আসে হেদায়েত। তখন আক্তার বাড়ির উঠানে বসে রুটি খাচ্ছিল। এ সময় হেদায়েতের হাতে একটি রুটি তুলে দেন তিনি। সবার অজান্তে ওই রুটি খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে চলে যায় সে। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করি। পরে আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি রুটিটা পানিতে ভাসছে, কিন্তু হেদায়েত কোথাও নেই। আমরা কয়েকজন পানিতে নেমে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাও তাকে খুঁজে না পেয়ে সালথার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও পানিতে নেমে তাকে খুঁজে পায়নি। পরে দুপুর দেড়টা দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।’
এদিকে মরদেহ উদ্ধারের সময় পুকুর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। মরদেহ উদ্ধারের পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিয়ে এনে মরদেহ উদ্ধার করি।’
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাতাব উদ্দীন বলেন, ‘খবর পেয়ে মাদারীপুর থেকে আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে