Ajker Patrika

টঙ্গীতে প্লাস্টিকের কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ০৯: ৫২
টঙ্গীতে প্লাস্টিকের কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর সিলমুন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আব্দুল হামিদ লিটু মিয়ার প্লাস্টিকের কারখানায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

কারখানার মালিক আব্দুল হামিদ লিটু মিয়া বলেন, ‘আমার কারখানাটিতে প্লাস্টিকের বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আজ আগুনে কারখানার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত