Ajker Patrika

যুবককে মোবাইলে ডেকে ২ হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১: ৩৬
যুবককে মোবাইলে ডেকে ২ হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।  আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।

মাদারীপুর সদর হাসপাতালে আহত যুবক। ছবি: আজকের পত্রিকাএ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।

আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত