অনলাইন ডেস্ক
রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’
রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে