Ajker Patrika

সাথী ফসল হিসেবে করলা চাষে লাভবান কৃষক

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
সাথী ফসল হিসেবে করলা চাষে লাভবান কৃষক

একই জমিতে অন্যান্য ফসলের সঙ্গে করলা চাষ করে নরসিংদীর বেলাব উপজেলার কৃষকদের ভাগ্যবদল হচ্ছে বলে জানাচ্ছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি হওয়ায় প্রান্তিক কৃষকের পাশাপাশি স্থানীয় পাইকারি বিক্রেতারাও লাভবান হচ্ছেন। 

জানা যায়—বছর কয়েক আগে উপজেলার কৃষকেরা বিভিন্ন ফসলের সঙ্গে সাথী ফসল হিসেবে করলা চাষ শুরু করেন। প্রথমে স্থানীয় হাট-বাজারে এ ফসল বিক্রি করতেন। পরে করলা চাষের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা উপজেলার স্থানীয় বাজারগুলোতে আসতে শুরু করেন। ফলে তিতা করলা কৃষকের মুখে মিষ্টি হাসি ফুটিয়েছে। এখন প্রতিমণ করলা কৃষকেরা ১ হাজার ৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করতে পারছেন।

 উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থানীয় বাজারগুলোতে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে করলার প্রচুর চাহিদা এবং উৎপাদন বেশি হওয়ায় তাঁরা ভালো দামে বিক্রি করতে পারছেন। 

ইউনিয়নের হোসেন নগর গ্রামের মো. ফরহাদ মিয়া বলেন, ‘আমি ৩০ শতাংশ জমিতে করলা চাষ করেছি। বাজারে করলার প্রচুর চাহিদা থাকায় আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করতে পারতেছি।’ 

সাথী ফসল হিসেবে করলা চাষ করায় খরচের তুলনায় লাভ বেশি। এ ব্যাপারে দড়িকান্দি গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়া বলেন, ‘অন্য ফসলের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে আমরা করলা চাষ করি। এতে খরচ কম লাভ বেশি। বাজারে চাহিদাও বেশি। আশা করি ভালো টাকা বিক্রি করতে পারব।’ 

বাজারে চাহিদা বেশি থাকায় স্থানীয় অনেকে পাইকারি কিনে ঢাকায় এনে বেশি দামে বিক্রি করতে পারছেন। এ বিষয়ে পাইকারি সবজি ব্যবসায়ী মো. আব্দুস সাদেক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাবরের করলার গুণগত মান ভালো। তাই এখান থেকে করলা কিনে ঢাকার বাজারে ভালো দামে বিক্রি করতে পারতেছি। দাম একটু বেশি হলেও চাহিদা থাকায় আমরা ঢাকায় নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি।’ 

কৃষকেরা দেশি, হাইব্রিড ও সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছে উল্লেখ করে উপজেলা কৃষি উপসহকারী ফাতেমা বেগম বলেন, ‘কয়েক বছর ধরে করলা চাষ করে উপজেলায় কৃষকেরা নীরব বিপ্লব ঘটিয়েছেন। কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশি, হাইব্রিড, সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আমরা কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে থাকি। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত