Ajker Patrika

কোটালীপাড়ায় পুলিশের ওপর হামলা, ৪ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৬
কোটালীপাড়া থানা। ছবি: আজকের পত্রিকা
কোটালীপাড়া থানা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার রাতে উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদসহ তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ছয় দিন পর মামলা দায়ের করা হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গারহাট এলাকায় সনাতনী সম্প্রদায়ের কয়েক শ বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ তিন পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত