টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। গতকাল রোববার সংসদ সদস্যের ডাকা সমাবেশে যোগ দেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সঙ্গে দীর্ঘদিন ধরে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলীসহ নেতাদের দ্বন্দ্ব চলছে। তিন বছর ধরে তাঁদের মুখ দেখাদেখি বন্ধ। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু ও ইনসাফ আলী ওসমানীরও রয়েছে সংসদ সদস্যের সঙ্গে দ্বন্দ্ব। বেশ কিছুদিন ধরে সংসদ সদস্য অনুসারীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের নেতারাও পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মন্তব্য সাংবাদিকদের পাশাপাশি সর্বমহলকে জানাব।’
নাগরপুরের জনসভায় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, ‘নাগরপুরের মানুষ, আওয়ামী লীগ-ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও অভিন্ন। গুটি কয়েকজন মানুষ এখানে উপস্থিত নাই। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত গ্রহণ করবেন উপজেলা আওয়ামী লীগ যেন ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করতে পারে। তারা সেই ব্যবস্থা নেবেন।’
নাগরপুর কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, সংসদসদস্য আতাউর রহমান খান, সংসদসদস্য খান আহমেদ শুভ, সংসদসদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদসদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। গতকাল রোববার সংসদ সদস্যের ডাকা সমাবেশে যোগ দেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সঙ্গে দীর্ঘদিন ধরে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলীসহ নেতাদের দ্বন্দ্ব চলছে। তিন বছর ধরে তাঁদের মুখ দেখাদেখি বন্ধ। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু ও ইনসাফ আলী ওসমানীরও রয়েছে সংসদ সদস্যের সঙ্গে দ্বন্দ্ব। বেশ কিছুদিন ধরে সংসদ সদস্য অনুসারীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের নেতারাও পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মন্তব্য সাংবাদিকদের পাশাপাশি সর্বমহলকে জানাব।’
নাগরপুরের জনসভায় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, ‘নাগরপুরের মানুষ, আওয়ামী লীগ-ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও অভিন্ন। গুটি কয়েকজন মানুষ এখানে উপস্থিত নাই। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত গ্রহণ করবেন উপজেলা আওয়ামী লীগ যেন ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করতে পারে। তারা সেই ব্যবস্থা নেবেন।’
নাগরপুর কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, সংসদসদস্য আতাউর রহমান খান, সংসদসদস্য খান আহমেদ শুভ, সংসদসদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদসদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৮ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে